যাত্রা

(স্মরণ : সিকদার আমিনুল হক)

ফারুক মাহমুদ

 

একটি ছোট্ট ঘর

 

চারজন থাকো

থেকে থাকবে আরো আরো অনেক বছর

 

প্রথমে এলেন পিতা। বয়সের কথা যদি ধরো

তারই তো আসবার কথা। তারপর এলো

তোমার সমত্মানতুল্য প্রিয় সহোদর

 

মানুষ যেভাবে থাকে… ব্যাজবিত্তে বিষের আঁচড়

তুমি গেছ ভিন্ন পথে। মুগ্ধ। মগ্ন। মৌন

যখন পেয়েছ যাকে, শব্দ-ছন্দ করেছিলে জড়ো

 

নতুন স্বতন্ত্র কিছু করতে পারলে মহামান্য কবিতার জন্য

 

না-যেতে প্রবল ইচ্ছা, তবু ডাকতে এলো সেই ছোট্ট ঘর

(যেখানে আছেন পিতা, প্রিয় সহোদর)

 

তোমার ‘চোখের নিধি’ ছোট ছেলে বান্টি

হুট করে চলে এলো তোমাদের দলে

 

দাদু, ছোট কাকু, বাবা – এদের সান্নিধ্য ছাড়া ওর

একদিনও চলে!