আগস্ট মাসের শেষ সপ্তাহে কবিতা নিয়ে এক নতুন ধরনের কর্মযজ্ঞ হলো ঢাকায়। কবিতার আনুষ্ঠানিক আবৃত্তি যেমন হয়, ঠিক তেমন কোনো আয়োজন নয়, আবার কবিতা পাঠেরই অনুষ্ঠান। কিন্তু কবিতা পাঠে নতুন যে-মাত্রা যোগ করা হলো তা রীতিমতো দর্শক-শ্রোতাদের মন্ত্রমুগ্ধ করে রাখে। প্রতিটি কবিতার ভাব ও গাম্ভীর্য অনুযায়ী মঞ্চে বেজে ওঠে আবহসংগীত। প্রয়োজনে যুক্ত হয় কনটেম্পরারি কোরিওগ্রাফি। কবিতার পাঠ উপস্থাপনায় দেশে এ এক নতুন সংযোজন।
অতঃপর শব্দায়ন যাত্রা শুরু করেছিল লিটল ম্যাগাজিন হিসেবে, ২০১১ সালের শেষের দিকে রাজশাহী বিশ্ববিদ্যালয়ের মতিহার চত্বরে। কয়েক বছরের কবিতা আন্দোলনে পত্রিকাটি ছয়টি সংখ্যাও প্রকাশ করেছে। কিন্তু ২০১৯ সালে ‘বিষয় ভাস্কর্য’ সংখ্যার পরে আর কোনো সংখ্যা প্রকাশ না করে তারা ভিজুয়াল মাধ্যমে কবিতা ও শিল্পের নানামাত্রিক বিষয়কে কেন্দ্র করে অডিও-ভিজুয়াল ফরম্যাটে কাজ শুরু করে। তৈরি করে কবির স্বকণ্ঠে কবিতা পাঠের ভিডিও কনটেন্ট, কবি ও শিল্পীদের বিশেষ সাক্ষাৎকার ‘শব্দায়ন সমীপেষু’সহ নানা ধরনের নিরীক্ষাধর্মী কার্যক্রম। সোশাল মিডিয়ায় তাঁদের কবিতা ও সাহিত্য-আশ্রয়ী ভিজুয়ালগুলো দেশ ও দেশের বাইরে বাংলা ভাষাভাষী জনগোষ্ঠীর মধ্যে ব্যাপক সাড়া ফেলে। এরই ধারাবাহিকতায় অতঃপর শব্দায়ন তাদের নতুন উদ্যোগ ‘শব্দায়ন – এ স্ট্যান্ডআপ পোয়েট্রি প্ল্যাটফর্ম’-এর যাত্রা শুরু করেছে।
গত ২৬শে আগস্ট ঢাকার গোয়েথে ইনস্টিটিউট বাংলাদেশের অডিটোরিয়ামে দেশের স্বনামধন্য ও প্রতিনিধিত্বশীল কবি, আবৃত্তিশিল্পীদের পাশাপাশি তরুণ কবি ও শিল্পীরা এই প্ল্যাটফর্মের উদ্বোধনী অনুষ্ঠানে কবিতা পাঠে অংশ নেন। আয়োজনে ধ্রুপদী ও সমকালীন বাংলা ভাষার কবিতার পাশাপাশি আদিবাসী গারো সম্প্রদায়ের মান্দি ভাষা, ইংরেজি ও জার্মান ভাষাতেও কবিতা পাঠ করা হয়। এই আয়োজনে অংশগ্রহণকারী কবি ও আবৃত্তিশিল্পীরা হলেন – আফাজ উদ্দিন কবিরাজ, টিটো মুন্সী, মিঠুন রাকসাম, রিংকু রাহী, থিওটোনিয়াস গমেজ, মনিরুল মনির, পিয়াস মজিদ, শিবু কুমার শীল, শাহ্নাজ মুন্নী, ফ্র্যাঙ্ক ভের্নার, উম্মে রায়হানা, টোকন ঠাকুর, নিশাত জাহান রানা এবং আফজাল হোসেন।
উদ্বোধনী আয়োজনটি শুধু আমন্ত্রিত অতিথিদের জন্য ছিল। ফলে আয়োজক ও বাস্তবায়ন সহযোগীদের পক্ষ থেকে কবিতা ও সাহিত্য সম্পৃক্ত বিশেষ ব্যক্তিরাই উপস্থিত ছিলেন।
শব্দায়ন প্ল্যাটফর্মের উদ্বোধনী এই আয়োজনের বাস্তবায়ন সহযোগী ছিল গোয়েথে ইনস্টিটিউট বাংলাদেশ এবং পৃষ্ঠপোষকতায় ইউসিএসআই ইউনিভার্সিটি। কবিতা প্ল্যাটফর্মের ব্র্যান্ডিং পার্টনার বিজ্ঞাপনী সংস্থা মাত্রা। অনুষ্ঠানটি সঞ্চালনা করেন সাদাব হাশমি এবং মারিয়া ফারিহ্ উপমা। ম্যাশ-মাহবুব কোরিওগ্রাফি টিম কনটেম্পোরারি নৃত্য এবং কবি ও শিল্পী শিবু কুমার শীল ও টিম আবহসংগীত করেছেন। অনুষ্ঠান শেষে শব্দায়ন প্ল্যাটফর্মের ভবিষ্যৎ পরিকল্পনার কথা সংক্ষেপে তুলে ধরেন অতঃপর শব্দায়নের সহ-প্রতিষ্ঠাতা ও চিফ ভিশনারি অফিসার (সিভিও) যোবায়ের শাওন।
এই উদ্বোধনী অনুষ্ঠান থেকে প্রতিটি কবিতা পাঠের অডিও-ভিজুয়াল আয়োজক এবং সহযোগীদের ওয়েবসাইট ও সোশাল মিডিয়া প্ল্যাটফর্মসমূহের মাধ্যমে পরবর্তী সময়ে প্রচার করা হবে বলে জানানো হয়। উদ্বোধন-পরবর্তী এ-উদ্যোগটি দেশের আটটি বিভাগেই পর্যায়ক্রমে আয়োজন করা হবে বলে জানান আয়োজকরা। তাঁরা আরো জানান, দেশ ও দেশের বাইরে যাঁরা নতুন আঙ্গিকে কবিতাপাঠের আয়োজন করতে আগ্রহী তাঁরাও ‘শব্দায়ন – এ স্ট্যান্ডআপ পোয়েট্রি প্ল্যাটফর্ম’-এর আয়োজক হতে পারবেন। এক্ষেত্রে আগ্রহী আয়োজকদের অতঃপর শব্দায়নের নির্দিষ্ট গাইডলাইন মেনে কবিতাপাঠের আয়োজন করতে হবে। যেমন কবি ও কবিতা নির্বাচনে আয়োজকরা স্বাধীন, তাঁরা নিজেদের মতো সিদ্ধান্ত গ্রহণ করতে পারবেন। তবে পাঠের প্রস্তুতি এবং অডিও-ভিজুয়াল ধারণ ও সম্পাদনায় শব্দায়নের সুনির্দিষ্ট গাইডলাইন অনুসরণ করতে হবে। এক্ষেত্রে স্বাধীন আয়োজকরা অতঃপর শব্দায়নের দিকনির্দেশনামূলক সহযোগিতা পাবেন, সেইসঙ্গে পরবর্তী সময়ে শব্দায়ন প্ল্যাটফর্মের ওয়েবসাইটে কনটেন্টগুলো আপলোড এবং কেন্দ্রীয়ভাবে প্রচারের সুযোগও পাবেন।
বিভিন্ন সামাজিক মাধ্যমের জনপ্রিয়তার এই সময়ে নতুন প্রজন্মের কাছে কবিতার বিশুদ্ধ পাঠ হাজির করতে তাদের মতো করে তাদের ভাষায় অনুবাদ করা প্রয়োজন। কবিতার অবশ্যম্ভাবী শক্তির সঙ্গে তরুণ প্রজন্মকে যুক্ত করতে হলে তাদের কাছে পৌঁছানোর কোনো বিকল্প নেই। বই ও পত্রিকার পাতা থেকে উঠে এসে কবিতাও হয়ে উঠছে একেকটি কনটেন্ট। সে-কারণেই কবিতা পাঠ ও চর্চায় শব্দায়ন – এ স্ট্যান্ডআপ পোয়েট্রি প্ল্যাটফর্ম কবিতাকেন্দ্রিক এক নতুন যাত্রার সূচনা করে এরই মধ্যে সাহিত্যানুরাগীদের আগ্রহের বিষয় হয়ে উঠেছে। হতে যাচ্ছে আগামীর কবিতা চর্চার এক নতুন সংযোজন।
Leave a Reply
You must be logged in to post a comment.