শস্যকথা

বেলাভর মোহদানা মাটির শরীরে পুঁতে দিয়ে

শব্দের কৃষক একা হেঁটে যান দূর

ভাঙা-মন আলপথ ধরে।

জীবন লিখিত হবে একদিন এই মাঠে খুব –

কলমের নিখাদ আদরে।