শামসুর রাহমান

হাফিজ রশিদ খান

 

এসব বাঙালি সমত্মানে তুমিও ছিলে একদিন

 

পছন্দ করতে আয়াত উচ্চারণের মতো

পয়ার-ছন্দিত বাংলা কবিতা আর সরলা বাঙালি নারী

ভালোবাসতে নদীর তীরবর্তী বাতাসের গুঞ্জরণ

সার্কাস ও বনভূমি

বালিয়াড়ি

পার্কে একাকী ভ্রমণ

খুব গভীর আকাশে নীলের ভদ্রতা

নান্দনিক রুচিঋদ্ধ স্বাদু সঙ্গ

আধপাগলাটে বন্ধু

পছন্দ করতে গানের মানুষ, মৃৎশিল্পের আদুল কারিগর

বুক-কাঁপানো কৃষ্ণাভ মেঘের গর্জন

ভোরের সূর্যের তেজি আলোকসম্পাত

পছন্দ করতে গরিব লোকের প্রাণখোলা হাসি

পাখিদের উলস্নসিত ওড়াউড়ি

উদ্বাহু নৃত্যের সামুদ্রিক ঢেউ

 

নতুন পাতায় কেঁপে-কেঁপে ওঠা

চাঁদের আলোর পিচ্ছিল পিরিত …