শ্রীমধুসূদন

মাহমুদ কামাল

আমার ভাষাকে নিয়ে ঘটে গেছে রক্তপাত
রাজপথে।
যখন তৈরি হয়নি সংজ্ঞা উত্তরাধুনিক
তারও আগে শ্রীমধুসূদন আপনি আধুনিক
আমাদের কণ্ঠশীলনে যে ধ্বনি উচ্চারিত
তার ভিত, ‘হে বঙ্গ ভান্ডারে তব বিবিধ রতন।’
অসংকোচ প্রকাশের সৃষ্টিশীলতায়
নবীকৃত ঈষিকার সৃজন-কৌশলে
চিরন্তন ওই ভাষা প্রাণ পেয়ে
জ্বলে ওঠে শব্দবিভূতি।
অলোক-মৌলিক তৃণে হেঁটে এসে
আমাদের আত্মানুসন্ধান
শ্রীশ্রী দত্ত কবি তাহলে শুনুন –
আমার ভাষাকে নিয়ে রাজপথে রক্তপাতসহ
কবিতার শরীরকাঠামো সাদৃশ্যের অন্তরালে
রক্তাক্ত হয়ে ওঠে ধ্বনিপরম্পরা
হে মধুসূদন।

Published :


Comments

Leave a Reply