হারিকেন ১১

সুহিতা সুলতানা

 

জগতের সব আলো নিভে গেলে শুধু তোমার চোখের আলোয় জেগে

উঠবে সবুজ দিগন্ত! এরকম বিশ্বাস নিয়ে সুপ্রভাতে তিনি ঘর ছেড়ে

বেরিয়ে পড়েছিলেন বিমুক্ত হাওয়ায়। তবে কি সে ছিল নিঃসঙ্গ, উদ্বাস্ত্ত?

বস্ত্তত অনেকেই যখন তাকে নপুংসক ভাবতে ভাবতে দিশেহারা অবস্থা

তখন বিভীষিকাময় বার্ধক্য তাকে আতসবাজির শহরে নিয়ে এলো আবার

বধ্যভূমির অভিশাপ তার পিছু ছাড়ে না, অবচেতনার অন্ধকারে তিনি মাঝে

মাঝে বিস্ময়করভাবে হারিকেন হাতে হারিয়ে যেতে চান! এ-জগৎ

সংসার কার তাহলে? ঐন্দ্রজালিকের মতো সব যখন এলোমেলো হয়ে

তুষের আগুনের সাথে স্মৃতিময় দিনগুলি তাকে খসে-পড়া দেয়ালের

ভেতরে নিয়ে যাচ্ছিল তখন শনাক্ত করাবার মতো আর কিছু ছিল না!