মোহাম্মদ আলী খান
-
প্রথম বাঙালি নারী-চিকিৎসক কাদম্বিনী গাঙ্গুলী
প্রথম বাঙালি নারী-চিকিৎসক ডা. কাদম্বিনী বসুর (বিয়ের পর কাদম্বিনী গাঙ্গুলী) পৈতৃক নিবাস বরিশালের গৌরনদীর চাঁদশীতে। তাঁর জন্ম ১৮৬১ খ্রিষ্টাব্দে, মৃত্যু ১৯২৩ খ্রিষ্টাব্দে, জীবনকাল ৬২ বছর। পিতার নাম ব্রজকিশোর বসু। তিনি ছিলেনব্রাহ্ম-ধর্মাবলম্বী। কাদম্বিনী বসুর মাতার নাম জানা যায়নি। ডা. কাদম্বিনীর স্বামী দ্বারকানাথ গাঙ্গুলীর জন্মস্থান মাগুরখণ্ড, বিক্রমপুর/ মুন্সীগঞ্জ। তিনিও ব্রাহ্ম-ধর্মাবলম্বী ছিলেন। কাদম্বিনী বসুর জন্মস্থান বরিশালের গৌরনদীর চাঁদশী,…