লিপি নাসরিন
-
কাঁটা মেহেদি
ডাল বাগার দেওয়ার গন্ধ ছড়িয়ে পড়েছে ঘরের মধ্যে। দেয়ালে দেয়ালে সে-গন্ধ প্রতিফলিত হয়ে পথ খুঁজছে বাইরে যেতে। রাসেলের গা গুলিয়ে ওঠে হঠাৎ। সংবাদটা শোনার পর থেকে সে দু-চোখের পাতা এক করতে পারেনি। অন্ধকারে কতবার চোখ মেলে তাকিয়ে থেকেছে, পাশ ফিরে মিলার নিশ্বাস পতনের ধ্বনি শুনেছে, তারপর এপাশে কষ্ট হলে অন্যপাশ ফিরে শুয়েছে। সকাল আটটা বাজে।…
-
আমার বৈরী বসন্ত
লিপি নাসরিন সে তো কবেই গিয়েছে চলে আলাপন ফেলে নক্ষত্রের রাতে, আমার বসন্ত তারই পিছে পিছে সাদা কাফনের রক্তিম মলাটে শিমুল-পলাশের বুকে জাগে। বসন্ত সমীরণ হিমেল কুয়াশা সনে মাখামাখি যত আজো নিভৃত বনে, অঞ্জলি তার শতপ্রণতি উত্তরীয় প্রাণে। আজ বসন্ত উৎসব জাগে ধরণিতলে, আমার বসন্ত শুধুই বৈরী কুহেলিকা ঝরা পাতার ক্লান্তিহীন মর্মরে। আজো তার উন্মত্ত…