অপর্ণা বসু

  • বোধ

    কৌশলী বাঁচতে শিখেছি আজকাল গুমঘরে গচ্ছিত রেখে পরমায়ু প্রাণায়ামে নেমে আসি পৃথিবীতে কান্না খাই অনায়াসে হাসির কিংখাবে জড়াই দুঃখ অপমান অবমাননা মোছাই অজুহাতে জানি প্রতারণা এক শূন্যতা আনে তবু জাগি, নতুন মায়াশরীর ঘেরে করুণা ও ক্ষমা মৃতপ্রায় আমি খুঁজি জন্মকোলাহল এভাবেই বাঁচা শিখি আর যে শিখিয়েছে এইসব সে-ই শিখিয়েছে, ‘না’কে না বলতে।