আদ্যনাথ ঘোষ

  • পুষ্পাঞ্জলি ঘাট

    ১. ‘বুক রাখি ভালোবাসার ঘাটে’ মন থেকে জন্ম নেয় শিল্প, অতঃপর প্রণয়। বেঁধে রাখি সৃজন কানন, প্রণয়ের দড়ি – কেবলই শব্দ, চিত্র, কল্প, ছন্দ, উপমারা ভ্রমর সাজে। ও-ভ্রমর ছেড়ো না আমার; বুকের ভেতরে প্রণয়ের লেনাদেনা ঘাট। ২. ‘ঢেউয়ের দোলায় এসো মাতাল ভ্রমর’ ও বাউল ডেকো নাগো আর। একতারার বৈকুণ্ঠ হতে। হাটে যদি এসো তবে নিও…

  • জীবনপরিধি

    সামাজিক হৃদপিণ্ডের আয়োজনে বাড়িয়ে দেয় অভাব। অথচ আমরা প্রাণান্ত সমীকরণ খুঁজে চলি বারবার স্বপ্নভুক পাখির ডানায়। ভেঙে ফেলি সংখ্যার গুণনীয়ক। স্বপ্নের আয়োজন এসে ভর করে আঁধারের পরিমাপ দেখে। আর এভাবেই সামনে এসে দাঁড়িয়ে থাকে গুণিতকগুলো একমুঠো ভাতের অপেক্ষায় আজন্ম সময়ের সমান্তরালে হেঁটে। মঞ্চের দৃশ্যকল্প থেকে বিচ্ছিন্ন হয়ে মানুষ আগুনের জিহ্বায় পা-রেখে ভবিষ্যতের সিঁড়ি ভেঙে চলে…

  • প্ল্যাকার্ড

    পেটভর্তি ভাত খাওয়ার বদলে তুমি মাথাটা চিবাও। দেখো, কত শৈশব ঢুকে পড়ে ক্ষুধার পেটে। কত জল পুড়ে যায় হাওয়ার তল্লাটে  –  হলুদ ফুলের তালকানা ক্রিয়ায়। অপরাধের রুমাল কেটে বের করে আনি প্লেটভর্তি ক্ষয়িষ্ণু জীবন। অথচ ভদ্রতার পকেট ভরে ওঠে-না-পাওয়ার করতালি ঘেঁটে – ভাঙনের ঘাড় মটকে। ফুলে-ফেঁপে ওঠা মুরগির আস্ত পাখনা সাবাড় হয়েছে  –  বেপরোয়া পেটের…

  • তৃষ্ণাদুপুর

    ও সূর্য যৌবন দাও, ঢেলে দাও আলোময় অতল ফাগুন। শতাব্দীর দুঃখভরা গভীর বিষাদ দূর হয়ে যাক, দ্রুত – শনশন ঝড়ের বেগে উর্বরা হাওয়ায়। চরম সত্যের পথে যদি পাহাড়ের বাধা, তবে কীভাবে যে ফুটবে ফুলের কুসুম! ডানা মেলে দেখা দেবে পাখির ঝলক। ছয়টি ঋতু কীভাবে যে গোপনেই গুছিয়ে ফেলে তোমার তৃষ্ণাদুপুর! ভাঙা বাসনায় যদি গ্রাস করে…

  • এক মাঠ বেদনার হেমন্ত আকাশ

    (কবি মাহমুদ আল জামান স্মরণে) হেমন্তের বুকজুড়ে খেলে যায় বেদনার গোপন শিশির। তাই জ্বালাময়ী দুঃখগুলো একদিন পাখা মেলে উড়ে গিয়ে বসেছিল রোদ্দুরের দহন জ্বালায়। সেই থেকে আমার চোখের  প্রান্তরে উন্মুখর রূপ-রস-ছন্দের ঢেউ জেগে ওঠে – জেগে ওঠে কাকলিতে পুষ্পের সমারোহে দিগন্তের মনখোলা মাঠ। সবদিকে সবখানে ভরেছিল প্রজাপতির প্রাণখোলা হাসি। অথচ প্রকৃতির ঢেউখেলা গোপন আঁধারঘরে যন্ত্রণার…

  • বাংলার সূর্য

    অজস্র আলোর ঢল নামে সারা বাংলায় দৃষ্টির সীমানা ছাড়িয়ে দিক থেকে দিগন্তও ভেসে যায় আমি তাঁর অগ্নিগর্ভ চোখদুটো দেখি – দেখি শ্যামল বাংলায় লাল সবুজের মাঝে ঠায় দাঁড়িয়ে রয়েছে অনিমেষ দৃষ্টিতে চোখে তাঁর নিরন্তর সংগ্রামী স্বপ্ন দীর্ঘায়ত দেহে তাকিয়ে দেখছে সোনার এই বাংলা। শীর্ণকায়, ক্ষুধার্ত, বঞ্চিত, দলিত বাঙালির অসীম দুঃখ-বেদনা ঝরে যায় সবুজ কিশলয়, চাঁদের…