আহমেদ বাসার

  • বৃক্ষ

    আমাকে কাটছো ক্ষমতার কুড়াল, ক্ষতবিক্ষত শরীর নিয়ত নুয়ে পড়ছে মাটির দিকে সাদা রক্তের নহর ছুটছে দিগি¦দিক আমাকে কেটে যাচ্ছো ধারালো কুড়াল, উজাড় বনজুড়ে জাগছে মরুর ক্ষতচিহ্ন, ছায়ার আড়াল ভেঙে একচোখা রাগী সূর্য ঢেলে যাচ্ছে বর্ষীয়ান বহ্নি অশেষ সবুজ মরে পড়ে আছে পাতার কঙ্কাল আমাকে কাটছো তুমি অবোধ কুঠার, দেখো কেটে যাচ্ছে কালের ধমনি, বায়ুশূন্য ফুসফুস…

  • পরিযায়ী পাখিদের ছায়া

    পৌরাণিক পৃষ্ঠা খুলে জেগে উঠছে দানব দেশে দেশে মানুষের পৃথিবী উধাও, মাথাহীন  –  উদর ও লিঙ্গময় ঊনমানুষের নিয়ত মিছিল দিকে দিকে যে ঘাস জেনেছে জমিনে গজানো শেকড়ের পরম্পরা তাকে আজ উপড়ে ফেলার ষড়যন্ত্রে লিপ্ত কতিপয় দুর্বিনীত হাত বহুকাল ডালপালা মেলে দাঁড়িয়ে থাকা গাছকে বলা হলো – ‘এ ভূমি তোমার নয়। হেঁটে যাও পরিযায়ী পাখিদের ছায়া…