ইজাজ আহমেদ মিলন

  • বাড়িয়া গণহত্যা ও আমাদের স্বাধীনতা

    বাড়িয়া গণহত্যা ও আমাদের স্বাধীনতা

    চারশো বছরেও অধিক সময় আগে বেলাই বিলের আশেপাশে কোনো গ্রামের অস্তিত্ব ছিল না। খরস্রোতা চেলাই নদীর কারণে বিলটিও খরস্রোতা স্রোতস্বিনীরূপে বিরাজমান ছিল। কথিত আছে – ভাওয়ালের  ওই সময়ের ভূস্বামী ঘটেশ্বর ঘোষ ৮০টি খাল কেটে চেলাই নদীর জল নিঃশেষ করে ফেলেন। তারপরই এটি প্রকাণ্ড বিলে পরিণত হয়। বিশাল এই বিলটির কোনো কোনো স্থানে প্রায় সারাবছরই পানি থাকে, তবে…