ওবায়েদ আকাশ

  • বঙ্গবন্ধু, বড় হচ্ছে আপনাকে না-দেখার মিছিল

    বঙ্গবন্ধু, আপনাকে না-দেখার কোনো স্বস্তিই নেই আমার – কিন্তু তো জন্মেছিলাম বাংলাদেশের প্রথম প্রহরে, আপনার দুর্বিনীত সাহসের প্রতিবিম্ব ঘিরে – হতে কি পারত না, আপনাকে একঝলক দেখার ঐশ্বর্যে কাটিয়ে দিলাম একটি জীবন? রেসকোর্স থেকে সারা বাংলা যেমন দাপিয়ে বেড়াত আপনার কণ্ঠ তেমনি আমারও ক্ষুদে কণ্ঠ মায়ের কোল থেকে সমগ্র বাড়ি উত্তাল করে দিত সেই দিনগুলি…