কাজী মাজেদ নওয়াজ

  • মুখগুলো

    মনে করতে পারি না নিজের চেহারা, অথচ অসংখ্য মানুষের ভিড়ে চিনে ফেলি বড় একা, বিষণ্ন সে মুখ। যে মুখ খুবই পরিচিত দেখা যায় রাস্তায়, ফুটপাতে, চায়ের দোকানে নাকের ডগায় কোন এক কালের বসন্তক্ষত দেখে কেউ কেউ শংকিতে তাকায় সে দৃষ্টিবাণে ক্ষতচিহ্ন গভীর থেকে গভীর হতে থাকে। রাত নিঝুম হলে স্ট্রিট লাইটের নিঃসঙ্গ আলোয় সদ্যজন্মা নক্ষত্রের…