কাবেরী গায়েন

  • কোমল রোদ্দুরে দাঁড়ানো শেষ যুদ্ধে যাবার উদ্ভিদ

    কোমল রোদ্দুরে দাঁড়ানো শেষ যুদ্ধে যাবার উদ্ভিদ

    যেদিন থেকে সংবাদ সাময়িকী পড়া শুরু করেছি, একেবারে কৈশোরের শুরুতে, সেদিন থেকে সাহিত্য সম্পাদক আবুল হাসনাতের নাম শুনেছি না কি তারও আগে থেকে, সে-কথা আজ আর মনে নেই। বড় ভাইবোনদের সাহিত্যচর্চা এবং আলোচনার সুবাদে সাহিত্য সম্পাদনার সঙ্গে একাকার হয়ে যাওয়া তাঁর নাম জেনে বড় হয়েছি। সপ্তাহান্তের সাহিত্যপাঠের অপার আনন্দ স্তরে স্তরে সাজিয়ে রাখতেন যে-কবি, শুনতাম…