গাজী আজিজুর রহমান

  • দেশবিভাগের সাহিত্য

    দেশবিভাগের সাহিত্য

    হিন্দু মুসলমানের মধ্যে মিলন না হলে দেশ দু’টুকরো হবে। – রবীন্দ্রনাথ আমার বাবা-মা জন্মেছিলেন ব্রিটিশ উপনিবেশিত ভারতবর্ষের পূর্ববঙ্গে। আমার জন্ম দেশভাগের বছর দার্জিলিংয়ে। আমি তাই দুই বঙ্গের ধারায় স্নাত। আমি পাহাড় ও সমতলের সন্তান। শীত ও গ্রীষ্মের সন্তান। পদ্মা ও তিস্তার ধারা। আমার কোনো মেরু নেই। বর্ণ ও গোত্র নেই। আমার ভজন-সৃজন সব মানুষের জন্য।…