নওশাদ জামিল

  • ছায়াযান

    আকস্মিক প্রশ্ন করি : তুমি কি কখনো ক্লান্ত হও? কুয়াশার তন্তুজালে মিশে আছে মুখ – হিম ঘেরা হিমাঙ্কের অনেক গভীর থেকে মেলে না উত্তর যখন দেখেছি তাকে – চোখের কোনায় দাগ ছিল নতমুখে ছিলাম দাঁড়িয়ে – সেদিন বলিনি কিছু কী খবর? ভালো? স্মিত হেসে চলে গেল ছায়াপিণ্ড জন্মান্ধের মতো থাকি – হƒদয় উজাড় করে দিয়ে…

  • বৃষ্টিনদী

    বৃষ্টিনদী

    অন্ধকারে তোমার ঠোঁটে ঝরে/আর্দ্র মধু, প্রেমের নিরাময়