নজরুল হায়াত

  • অগ্নিপাঠ

    আগুনকে বলেছি,  যাও, জিহ্বাগুলোকে নমিত করো আগুন ফিরে এসে বলল আমাকে, মানুষ তো অগ্নিভুক, তারা আগুনকেই ভালোবাসে। 

  • প্রেম

    ওগো বিনোদিনী একদিন পথে বিছিয়েছিলে                                 পায়ের রঙিন,  এখন সেখানে পাথরের ভাঁজ তবু দাঁড়াই নীরব নিলাজ  তুমি ফুটে ওঠো জলে ভেজা হাঁস পালকে তোমার বনের সুবাস  আমি মিশে থাকি তোমার শরীরে ঢেউয়ের                               মতোই লীন।

  • অগ্নিপাঠ

    আগুনকে বলেছি,  যাও, জিহ্বাগুলোকে নমিত করো আগুন ফিরে এসে বললো আমাকে, মানুষ তো অগ্নিভুক, তারা আগুনকেই ভালোবাসে। 

  • ফেরা

    বারেবারে ফিরে ফিরে আসি পত্রপল্লবেরা ডেকে নিয়ে আসে  বনের সকাশে, মাঠে, ধানে, রোদের মলাটে, আমি এক হীরামন পাখি  পাতার সবুজ আমার শরীরে আঁকে সাত রং বর্ণালি আঁখি, নদীটার মতো বয়ে যাই, ধীরে, প্রভাত সমীরে শিরায় শিরায় সোনার প্রতিম  রক্তকে ঢেলে দেয় সূর্যের ডিম।