বায়তুল্লাহ্ কাদেরী

  • পক্ষিগোত্র

    এই যে আমাকে খুব দেখছেন গাছের ভিতরে জলে ডোবা কুমিরের মতো দেখছেন শুয়ে আছি, দেখছেন আমাকে আপনি, আপনারা সকলেই দেখছেন আমি শুয়ে আছি এই গাঁয়ে – কোত্থেকে এসেছি? হুতুম পেঁচার দেশে কীভাবে এসেছি? কোন রক্তে পলি আর জ্যোৎস্না খেয়ে রমণী-বিড়ম্বনায় ভালোবেসে আমি এখানে বিরাটকায় বপু ব্যতিক্রমী চশমা-চুরুট-চুলপাঞ্জা বিকালো পেঙ্গুইন, পাজামার বহর, কণ্ঠভেজা-ভাটিয়ালি দেখুন তর্জনী ……