মতলুব আলী

  • পাললিক চেতনার অদম্য কারিগর

    পাললিক চেতনার অদম্য কারিগর

    নদীবিধৌত সমতট ভূমির মানুষ হিসেবে সবুজ প্রকৃতি ও বিসত্মৃত পরিসরের নৈসর্গিক উপাদান ইত্যাদি সঙ্গী করেই এতদাঞ্চলের মানুষের বিকাশ ও সমৃদ্ধি। দেশের মাটি ও মানুষের প্রতি আমাদের স্বভাবজাত প্রেমের ভিত্তিও সেই একই উৎসধারা-উৎসারিত। এটি খুবই সাধারণ প্রবণতা বাংলাদেশের মানুষের যে, ষড়ঋতুর বিচিত্র রূপরসগন্ধ ও রং থেকে শুরু করে ঝড়বাদলসহ তাবৎ প্রাকৃতিক দুর্যোগপূর্ণ পরিস্থিতি সবকিছুকেই তাদের জীবনের…