মারুফ রায়হান

  • আমরা, জলে-স্থলে-ছায়াপথে

    সংকীর্ণ কক্ষে নয়, রয়েছি কক্ষপথে, পৃথিবীমঞ্চে পৃথিবী ছাড়িয়ে ওই আকাশগঙ্গায়ও মঞ্চে আমরা দুজনই কুশীলব মনুষ্যদর্শকে নেই আগ্রহ আমাদের শুনবে ও দেখবে সৃষ্টিজগৎ আর অদৃশ্য ক্ষুদ্র প্রাণ এমনকি সাগ্রহে লক্ষ করবে গ্রহ-তারকারাজি স্থলভাগে আমাদের মঞ্চ চারদিক খোলা বাতাস ছাড়াও আমাদের ছুঁয়ে যায় মৃদুমন্দ আলো কখনোবা স্পর্শকাতর অন্ধকার, অবাক নৈঃশব্দ্য আমরা কী বলব, বা বলি! জ্বলে ওঠে…