মৃণাল বসু চৌধুরী

  • অসমাপ্ত কবিতার পাপ

    বুদ্ধি ও মেধার পাপ হাসিমুখে ছড়ায় বকুল গঙ্গা ও পদ্মার জলে ভেসে যায় ধর্মের বিধান পড়ে থাকে হিমঘরে অনুচ্চার স্বপ্নমাখা ভুল মায়াবী  মুকুট আর নষ্টচাঁদে বড়ো পিছুটান অলৌকিক ঘোড়াগুলো পড়ে আছে নীল আস্তাবলে চরকাবুড়ির ঠোঁটে জমা আছে সব অভিমান সোহাগী কুসুমে রাখা তোমাদের চতুর কৌশলে বীজের বিস্তারে যদি বাসা বাঁধে বিষধর সাপ বিকল্প জীবন বলো…

  • তোমার গোড়ালি

    হয়তো অনেক  কিছু   বলতে পারোনি এই ধূলিকণা     ছাইভস্ম নিষ্পাপ উঠোন সমীকরণের নামে কিছু               কুসুমকল্লোল তালিকাবিহীন সুখ                বেহিসেবি ঝড় ভবঘুরে চাঁদ কিংবা আকাশনূপুর  ভাঙা পাঁচিলের শোক আর                   বিষণ্ন  আগুন প্রার্থনাসভার শেষে              হলুদ বিষাদমাখা বাউলের গান                    বেখেয়ালি আয়ুর নিশান হয়তো হঠাৎ এসে উড়িয়েছে নীল উত্তরীয়                     বলতে পারোনি    এ সমস্ত বলার…