মৈত্রেয়ী সেনগুপ্ত

  • ঝাঁসি রাণী বাহিনী  ইতিহাসে বিস্মৃত একটি অধ্যায়

    ঝাঁসি রাণী বাহিনী ইতিহাসে বিস্মৃত একটি অধ্যায়

    কয়েক বছর আগে সেনাবাহিনীর উচ্চপদে অধিষ্ঠিত একটি নারীর আত্মহনন (লেফটেন্যান্ট সুস্মিতা চক্রবর্তী, ২০০৬) প্রমাণ করেছিল একবিংশ শতকেও কর্মজীবনের বিভিন্ন গুরুত্বপূর্ণ ক্ষেত্রে মেয়েদের যোগ্যতা স্বীকার করতে আমাদের সমাজ নারাজ। বিশেষ করে যেসব ক্ষেত্র বহুদিন পর্যন্ত মেয়েদের অনধিগম্য ছিল, সেখানে মেয়েদের পদক্ষিপ কোনোক্রমে স্বীকার করা হবে না। পুরুষ সহকর্মীদের উপেক্ষা, ঔদাসীন্য, তাচ্ছিল্যমূলক মনোভাব, সর্বোপরি একজন নারী যে…