মো. হুমায়ূন কবির

  • আবু সয়ীদ আইয়ুবের রবীন্দ্রভাবনা

    আবু সয়ীদ আইয়ুবের রবীন্দ্রভাবনা

    আবু সয়ীদ আইয়ুব (১৯০৬-৮২) বাংলা কাব্য-সমালোচনার ইতিহাসে অন্যতম রবীন্দ্র-কাব্য সমালোচক। তিরিশোত্তর কবিদের চোখে – রবীন্দ্রনাথ চারপাশের ক্লেদাক্ত বাস্তবতার যথার্থ রূপকার হতে পারেননি। সমকালীন বৈশ্বিক অমঙ্গলবোধও তাঁর মধ্যে অনুপস্থিত ছিল, ঠিক এমন অনুযোগের জবাবে অনেক বিলম্বে হলেও আবু সয়ীদ আইয়ুব রচনা করেন আধুনিকতা ও রবীন্দ্রনাথ (১৯৬৮) নামক উলেস্নখযোগ্য গ্রন্থ। এ-গ্রন্থে রবীন্দ্র-কাব্যধারার বিচার-বিশ্লেষণে তিনি যে সর্বাত্মক, নির্মোহ…