রথীন্দ্রনাথ ভৌমিক

  • ঘর-বিষয়ক

    শূন্য থেকে ফের শুরু হোক। ভিতের যেখানে যেখানে ফাটল, খোদল হয়ে আছে চিপস বালি সিমেন্টে ফের ঢালাই করা হোক পিলারে লেগেছে নোনা, টাই-বিমে চিড়, খসা                                          পলেস্তারা খসিয়ে খসিয়ে আবার নতুন আঙ্গিকে বাঁধা হোক। সময় কিছুটা যাবে, সইতে হবে নির্ঘর থাকার                                               দুর্ভোগও তা হোক, তা হোক, তা মেনে নেয়া যাবে ভয়ে ভয়ে দিনরাত গুজরান…

  • সন্ধ্যায় স্বীকারোক্তি

    মিছিলে চলে, মিছিলে চলি, সেøাগান তুলি ক্ষীণ মিছিলে বাড়ে ভিড়। বিশ্বাস কি বুকের মাঝে ছিলায় টানটান! হতাম তবে তির। বন্ধুরা নাক সিঁটকে খোঁচ-দু’চোখে আজ দেখুক দ্বিচারী কী যে লোক! পড়তে পারে নিজের বুকে হাতটি অকস্মাৎ – নিজেকে দেয়া স্তোক। সব বুঝি না, যেটুক বুঝি ভাবনা-গড়মিলে নিজের কথাগুলো সব কথা কি পাথর-চাপা বুকের নীল অতলে চূর্ণ…