রহিমা আখতার কল্পনা

  • লগ্নভ্রষ্ট

    কার মুখ চেয়ে সাজিয়ে রাখছো রুদ্ধ পুষ্পবাণ কার কাছে চাও শর্তমুক্ত ঠাঁই – সব জেনো মিছে, যদি জেনে থাকো শূন্য অভ্র, চারিপাশ ফাঁকা, প্রিয়জন পাশে নাই। কার বিপরীতে শাণিয়ে রাখছো ক্রুদ্ধ অগ্নিবাণ কার মুখে চাও কম্প্র নম্র চোখে – সব স’য়ে যাবে ঝড়-জল-খরা স্বর্ণকুম্ভ মাটি হয়ে যাবে, নিয়তি যদি না-রোখে। কার স্মৃতি পুষে বাসনা ভুলেছো,…