রোখসানা ইয়াসমিন মণি

  • দীঘলার চরের হাহাকার

    দীঘলার চরের হাহাকার

    এম্নে চাইয়া রইছোস ক্যান? দেখতাছি তোমারে। আমারে দেহনের কিছু আছে? হ, আছে। তুমি য্যামনে ধোঁয়া ছাড়ো সোন্দর লাগে। টানবি? না। আরে টাইন্যা দ্যাখ। মনে হইবো সাম্পানে ভাসতেছোস। কী কও? রেজিয়া বেগম মিছা কতা কয় না বুজলি? আসমানের কালা মেঘরে জাদু কইরা এইটার ভেতর ভরছি। না টানলে বুজবি কেমতে কইলজার ভিত্রে মেঘের ধুমা কেমন কইরা ধাক্কা…