শাহনাজ পারভীন

  • বুনোজল

    ডিমভরা মাছগুলো সরীসৃপ খালে করে খেলা – অথচ পড়েনি জাল, জেলেহীন জলকেলি বেলা। বাঘের থাবার ভয়ে ভীরুপায়ে মধুবউ ঘোরে মধুবন – মন তার বেহুলার ভেলা যেন পতির ব্যথায় টনটন। স্বামী তার সোনামুগ,  শিমফুল, মাঠ ভরা পউষ ফসল – মৌসুমে কাছে আসে, জানে না বারমাসি – ব্যথা টলমল। গভীর সমুদ্রে নাও, বোঝে না সরিষার হলুদ লগন…