শিউল মনজুর

  • বৃষ্টি বালিকা ও আনন্দ মুখার্জি

    শিউল মনজুর নদীতে যদি আবারো জেগে ওঠে নতুন চর বুঝে নিতে পারি বসন্ত এসে গেছে। জানালায় যদি উড়ে আসে চড়ুই পাখির ঝাঁক, বুঝে নিতে পারি, পাঠশালার নতুন ম্যাডাম নবান্নের শাড়ি পরেছে আজ। ফেলে আসা অবিরাম সেইসব দৃশ্যময় বাড়ির ঠিকানায়, চুপি চুপি হেঁটে যাই গোপনে আনমনে। আর চুপি চুপি কোকিলের ডাক শুনি। কুয়াশাভেজা সকালের রোদ জেগে…

  • জলকুমারীর মুখ

    সে এক অলৌকিক স্বপ্ন ও প্রার্থনা। নদীর তীরে দাঁড়িয়ে সুদূরে তাকিয়ে থাকার মতো স্বপ্নের ভেতর দিয়ে আসে, আমার প্রার্থনার ভেতর দিয়ে আসে আর আমি অপেক্ষায় থাকি, অপেক্ষায় থাকি …। সে এক অলৌকিক মানবী, বৃক্ষের সবুজ পাতায় পাতায় মন পবনের হাওয়ায় দুলে, চাঁদ জোনাকির সাথে রজনীর ক্যানভাসে উড়ে, শিশির ভেজা দূর্বাঘাসের জমিনে কোমল বালিকার মতো চোখ…