সঞ্জীব দ্রং

  • আদিবাসীদের মাতৃভাষার প্রতি যত্ন ও ভালোবাসা

    আদিবাসীদের মাতৃভাষার প্রতি যত্ন ও ভালোবাসা

    এক পৃথিবীতে মায়ের ভাষার চেয়ে মধুর আর আবেগের কীআছে? ‘মাতোর মুখের বাণী আমার কানে লাগে সুধার মতো, মাতোর বদনখানি মলিন হলে আমি নয়ন জলে ভাসি, আমার সোনার বাংলা আমি তোমায় ভালোবাসি’ –শৈশব থেকে একটি গারো, হাজং, সাঁওতাল ও অন্যান্য আদিবাসী শিশু এই জাতীয়সংগীত গেয়ে বড় হয়। পৃথিবীর সকল মানুষের কাছে তার মাতৃভাষা মধুর। একটি গারো…