সাইম রানা

  • পাগলা কানাই ও তাঁর প্রাসঙ্গিকতা

    সাধক পাগলা কানাইকে নিয়ে একটি সংকলন গ্রন্থ প্রকাশের উদ্যোগ গ্রহণের জন্য সূচনাতেই অভিনন্দন জানাই বঙ্গ রাখালকে। বাংলা গানের একটি বিশেষ সাংগীতিক ধারা ‘জারিগান’-এর প্রবর্তক হিসেবে খ্যাত এই মনীষীকে নিয়ে অল্পবিস্তর গবেষণা হয়েছে। তবে সংগীতবিদ্যার মানদণ্ডে নৃতত্ত্ব ও সমাজতাত্ত্বিক নিরীক্ষণের অবস্থান থেকে তাঁকে নিয়ে পর্যালোচনার সময় এসেছে। চারণ কবিগণ আপন সৃজনেই ভাস্বর, কিন্তু বৈজ্ঞানিক গবেষণার উল্লম্ব…