সাজ্জাদ শরিফ

  • গণমাধ্যমের ভাষা ও ভেলকি

    গণমাধ্যমের ভাষা ও ভেলকি

    মাধ্যমই বার্তা, আন্ডারস্ট্যান্ডিং মিডিয়া : দ্য এক্সটেনশন অব ম্যান বইয়ে ১৯৬৪ সালে যখন কানাডীয় তাত্ত্বিক মার্শাল ম্যাকলুহান ঘোষণা করেছিলেন, কথাটাকে শুনিয়েছিল কুজ্ঝটিকার মতো। গণমাধ্যমের জগতে পত্রিকাই তখনো সর্বেসর্বা। পত্রিকার বাইরে আর দু-চারটি উদ্যোগ গণমাধ্যমের পরিসরে স্পষ্ট আকার নিয়ে মাথা তুলতে শুরু করেছে। রেডিও শুরু করেছে কিছুটা আগে। মোটামুটি ১৯৩০-এর দশকে। এর কিছুটা পরে টেলিভিশন আর…