সামসুল ওয়ারেস

  • স্থপতি মাজহারুল ইসলাম এক মহানায়কের গল্প

    স্থপতি মাজহারুল ইসলাম এক মহানায়কের গল্প

    ১৯৪৭ সালের ১৪ই আগস্ট ব্রিটিশ ঔপনিবেশিক শাসনের অবসান, ভারত ভাগ ও স্বাধীন পাকিস্তান রাষ্ট্রের প্রতিষ্ঠা, পূর্ববাংলার মানুষদের জন্য ছিল এক উত্তাল সময়। ১৯০ বছরের গ্লানিময় পরাধীনতার অবসানে মানুষের মনে শুধু আনন্দের বার্তাই বহমান ছিল না, এদের চোখে-মুখে প্রকাশিত ছিল পাকিস্তান রাষ্ট্রের সার্বভৌমত্ব রক্ষার অদম্য প্রত্যয় ও পূর্ববাংলাকে একটি আধুনিক উন্নত প্রদেশে পরিণত করার নিভৃত অঙ্গীকার।…