সামিনা নূর মিলি

  • অস্পষ্ট

    মধুকর তো ফুলের কাছে আসবেই। মিছে মায়াজালে মায়াডোরে বেঁধে। নতুন কূজনে মনে সাড়া জাগবেই, লহমায় আঁখি কী জানে কেন সে কাঁদে! হরণকারী নিজেকে চেনে না বোঝে না! কল্পলোকের কৃষ্ণকে সে মনে বাঁধে। সিদ্ধপুরুষ কাকে বলে সে জানে না! দণ্ডবিধান তাকে ফেলে মহাফাঁদে। দিশেহারার দিশারী হওয়ার আশায়। কীর্তন সুরে রাধা হলাম সেধে। টিপ্পনী আর বাহুর রঙ্গ…