সৌভিক চ্যাটার্জী

  • হুতোম প্যাচার নক্‌শা –  নকশা কেন

    হুতোম প্যাচার নক্‌শা – নকশা কেন

    ভূমিকা : সমাজ ও অসংগতি ঊনিশ শতক যুগসন্ধির শতক। মূলত, ১৭১৭ সালে সম্রাট ফারুকশিয়ারের ফরমান লাভ এবং ১৭৬৫ সালে সুবে-বাংলার দেওয়ানি অধিকার লাভ বাংলায় যথাক্রমে ইস্ট ইন্ডিয়া কোম্পানির অর্থনৈতিক ও রাজনৈতিক ক্ষমতাপ্রাপ্তির স্তম্ভরূপে বিবেচনা করা যায়। এখান থেকেই কার্যত ব্রিটিশ উপনিবেশবাদের বিসত্মার, যা ১৮০০ সালের পর থেকে সামাজিক স্তরে প্রভাব ফেলতে থাকে। এই সময়কালের চরিত্রটি…