স্বপন চক্রবর্ত্তী

  • যার হদিস নেই

    দূর অতীত যে অনতিক্রম্য, অগম্য, তার কাছে যাবার কোনো উপায় নেই, তবু, স্মৃতিকণায় যে ভরে থাকে মন, ভবিতব্যের হাতে সবকিছু ছেড়ে দেই! কার মুখ আর দেখবো পেছন ফিরে – এই রুক্ষ, শূন্য, বিবর্ণাতুর অবেলায়, সবই ধোঁয়াশা এখন, কুজ্ঝটিকার মতো, নতমুখে ফিরে যাই অতীত আঙিনায়! কার মুখ জীবন্ত জেগে থাকে এই মনে কার ছায়া নিশিদিন পিছু…