স. ম. শামসুল আলম

  • স্বপ্নঘর

    চুন-সুরকির পুরনো গাঁথুনির মতো ঝুপঝুপ খসে পড়ল আমার স্বপ্নঘর সেখানে কে হাত রেখেছিল নাকি দিয়েছিল ঝাঁকি থরে থরে সাজানো বাসন্তী ভালোবাসাগুলো চাপা পড়ে গেল থেঁতলে গেল প্রসন্ন মন আর তছনছ হয়ে গেল সঞ্চিত সকল সুখ তাকে ধরতে ব্যাপক তৎপরতা চালিয়েছি চিরুনি অভিযানে শুধু গোছা গোছা লোম ছাড়া কারো টিকিটিও মেলেনি সর্বনাশের মূলহোতাকে সন্ধান করতে করতে…