রফিক আজাদ
-
ছিল
রফিক আজাদ বৃক্ষ ছিল পাতারা সবুজ; পাখি ছিল ডানায় সুনীল; কণ্ঠ ছিল মোহন মদির; আকাশগঙ্গায় ভাসা সুর ছিল সুমন্দ্র মধুর! নদী ছিল জল অমলিন; নৌকা ছিল শব্দ ছলচ্ছল; গ্রাম ছিল সুখদ মুখর; পরিচ্ছন্ন দুই পাড়ে বারো মাস উৎসবের ধুম! কচুরিপানার ফুল মোহাম্মদ রফিক যেয়ো না নদীর পাড়ে তুমিও কচুরিপানা বনে যাবে, …