অন্য অসম্ভবে

  • অন্য অসম্ভবে

    পোড়াতে চাও হৃদয় ভরানদী আগুন নেই কীভাবে তবু জ্বালো একদা ছিলে চারু শিল্পামোদী এখন কেনো বাতাসে নুন ঢালো এখন কেন পাথর এতো প্রিয় গাছের প্রেমে তখন ছিলে গোপী পারলে সেই পাতার খোঁজ নিও যেমন নিতে কদাচ যদ্যপি আগুন এতো সস্তা কবে হলো যখন খুশি পোড়াও মনভূমি নদীর চোখ করলে ছলো ছলো প্রার্থনায় বসতে কেন তুমি…