আখতার হুসেন

  • আলাপে-আলাপনে সোনার ফসল

    আখতার হুসেন সাজ্জাদ শরিফের এ-বইয়ের আলোচনা ‘প্রবেশের আগে’ শিরোনামধৃত তাঁর ভূমিকা দিয়েই শুরু করা যাক। তা-হলেই বোঝা যাবে এ-বইয়ের জন্মের নেপথ্য-কাহিনি, সাক্ষাৎকার গ্রহণকারী হিসেবে তাঁর উদ্দেশ্যের স্বরূপটিকে। তিনি কোনোরকম রাখঢাক না করেই আমাদের জানাচ্ছেন, ‘প্রায় তিন দশকের এই সাংবাদিকতাজীবনে অনেকেরই সাক্ষাৎকার নিতে হয়েছে। সংবাদপত্রের সাক্ষাৎকারের সাধারণ বৈশিষ্ট্য তাৎক্ষণিকতা। অনেক ক্ষেত্রেই সে-দায় মেটানোর দরকার পড়েছে। তবু…