আনিকা তাসনিম অনুপ

  • নিত্যতা নিয়ে ‘নৈমিত্তিক’

    নিত্যতা নিয়ে ‘নৈমিত্তিক’

    শিল্পচর্চার নৈমিত্তিকতাতেই শিল্পী সৃষ্টি করতে পারেন একটি পরিপূর্ণ শিল্পযাত্রা। এই শিল্পযাত্রাই তাঁর শিল্পী পরিচয়কে তুলে ধরে। তাই নৈমিত্তিক যে-চর্চা শিল্পী করেন তা যেন তাঁর গাঁথতে থাকা মালার মুক্তোবিশেষ। লালমাটিয়ায় অবস্থিত শিল্পাঙ্গন গ্যালারিতে সাতজন শিল্পীর চিত্রকর্ম নিয়ে গত ১৯শে আগস্ট থেকে ২রা সেপ্টেম্বর পর্যন্ত আয়োজিত হয়েছিল যূথবদ্ধ এক চিত্র-প্রদর্শনীর, নাম ‘নৈমিত্তিক’।  শিল্পী তরুণ ঘোষ, অনুকূল চন্দ্র…