আশফাক স্বপ্ন

  • অদৃশ্য কালি : লেখা পাঠ ও পাঠ লেখা১  টনি মরিসন

    অদৃশ্য কালি : লেখা পাঠ ও পাঠ লেখা১ টনি মরিসন

    অনুবাদ : আশফাক স্বপ্ন একবার এক জনপ্রিয় সাময়িকীর জন্য একটা প্রবন্ধ লিখি। সেই পত্রিকার একটা অনিয়মিত ‘সংস্কৃতি’ বিভাগ ছিল, তার জন্য লেখা। ওরা চাইছিল বই পড়ার মূল্য বা আনন্দ নিয়ে কিছু প্রশংসাসূচক কথা লিখব। ‘আনন্দ’ শব্দটা শুনে বিরক্ত হয়েছিলাম, কারণ আনন্দের সঙ্গে আবেগের যোগটা বড্ড বেশি। আনন্দ, সঙ্গে উৎকণ্ঠা। পাঠের অভ্যাস খুব মৌলিক একটা প্রয়োজন…