আশরাফ উদ্দীন আহমেদ

  • মেলা

    মেলা

    শান্তিপুর থেকে ইসমাইল এসেছে জন্মাষ্টমী মেলায় নবদ্বীপে। ‘এক হাজার একটা মন্দিরের শহর’ নামে খ্যাত শ্রী চৈতন্যদেবের আশ্রয় এই নবদ্বীপ। গুপ্তযুগে বাংলায় বৈষ্ণব-শৈব-শাক্ত প্রভৃতি পৌরাণিক ব্রাহ্মণ্য ধর্মমত প্রচলিত, বৈষ্ণব সহজিয়ারা তেত্রিশ কোটি দেবতায় বিশ্বাস করে না এবং প্রতিমা পুজোও করে না। শ্রী চৈতন্যদেবের অনুসারীরা একেশ্বরবাদী ধর্মের লোক অর্থাৎ বৈষ্ণব সহজিয়ারা এক ঈশ্বরের গুণকীর্তন করে। এই বৈষ্ণবধর্ম…