আহমদ জামাল জাফরী

  • দূর বিস্মরণ

    আহমদ জামাল জাফরী   পৃথিবী, অসীম শূন্যলোকে তার চোখ পৃথিবীর বয়স বাড়ছে অথচ কী দিব্যি বেঁচে আছে কাউকে ছেড়ে সে চলে যাচ্ছে না। প্রাচীন বৃক্ষিরা একসময় পত্রশূন্য, বিস্মৃত বনভূমি পুড়ে যায় শুষ্ক বৃক্ষ দাঁড়িয়ে থাকে কিছুকাল স্মৃতি রেখে যায় তোমার অতল গহবরে।   আবার সবুজ বৃক্ষি ভরে যায় বনভূমি বারবার ফিরে আসে দৃশ্যলোক, মানুষও কি…

  • জীবনানন্দের উদ্দেশে

    আহমদ জামাল জাফরী হায়! তোমাকে রাখবে মনে আগামী পৃথিবী এ-কথা জেনে দ্বিধা জাগে নাকি মনে? তবে কেন বুনে যাও স্বপ্ন-ছবি মনে মনে অন্ধকারে কি মিলায় কখনো পবিত্র হীরক-দ্যুতি? আকাশের সপ্রতিভ নক্ষত্র অফুরান অগ্নি সুবর্ণের মতো জ্যোতি নিয়ে আবার অন্ধকার ভেদ করে বিদ্যুতের ঝলকে ফিরে আসে অনন্ত প্রসারিত আকাশেরই বুকে, এখন তো তুমি নেই তবু কিছু…