দূর বিস্মরণ

আহমদ জামাল জাফরী

 

পৃথিবী, অসীম শূন্যলোকে তার চোখ

পৃথিবীর বয়স বাড়ছে

অথচ কী দিব্যি বেঁচে আছে

কাউকে ছেড়ে সে চলে যাচ্ছে না।

প্রাচীন বৃক্ষিরা একসময় পত্রশূন্য, বিস্মৃত

বনভূমি পুড়ে যায় শুষ্ক বৃক্ষ দাঁড়িয়ে থাকে কিছুকাল

স্মৃতি রেখে যায় তোমার অতল গহবরে।

 

আবার সবুজ বৃক্ষি ভরে যায় বনভূমি

বারবার ফিরে আসে দৃশ্যলোক,

মানুষও কি ফিরে আসে দূর বিস্মরণে?