ইমরুল চৌধুরী

  • খোয়াবনামার কবিতাগুচ্ছ

    ইমরুল চৌধুরী চার দোষ তো আমার নয় খানিক দোষ কপালের কপাল-ফেরে আমি আবার অগস্ত্যযাত্রার সাড়ে তিন কোটি বছর পর সৌরলোকের  দূরতম গ্রহ থেকে ছিটকে পড়েছি লোকারণ্যের এই দুষ্টু গ্রহে শরণার্থী উদ্বাস্তু শিবিরে আমার আশ্রয় যেখানে বৌদ্ধ-মুসলমান ধর্মে ধর্মে যুদ্ধ বিচিত্র কিছু নয় আমরা যে যার রঙের পেনসিলে এঁকেছি মানচিত্র মাটি ফুঁড়ে বেরিয়েছে কোপার্নিকাস গ্যালিলিও বিদ্যাসাগর…