ইশতাহার : নতুন প্রেমের

  • ইশতাহার : নতুন প্রেমের

    ১. বলেছি এসো না; শোনো, এতো কম শীতে ততোখানি জমবে না প্রেম; যদি না কঠোর হিমে হৃদয়ের ত্রসরেণু বরফে কঠিন হয়ে ওঠে। তাহলে অপেক্ষা করি চলো পথ ক্রমে ঢেকে যাক অবিরাম তুষারে তুষারে। যাতে, অবাধে চালাতে পারি স্লেজ ২ আজো যদি প্রেম কিছু বেঁচে থাকে, অবশিষ্ট থাকে নিজেদের ঘাড় মটকে, হৃৎপিণ্ড খুবলে খেয়ে বেঁচে থাকতে…