একাত্তরের হরিদাসী

  • একাত্তরের হরিদাসী

    চার কুড়ি বছরের কৃষাণী হরিদাসী মলিন ধূসর ছনঘরে একা পরবাসী। হাসতে ভুলে গেছে, প্রহর কাটে নয়নজলে  কোথায় সংসার, কেউ নেই আজ ওর দলে? একে একে বিয়োগ হয় জঠরের জীবন একাত্তরে যুদ্ধে হারায় একমাত্র পুত্রধন। মা-মেয়ের সময় কাটে ভয়ে আর ভয়ে, দ্বাদশী তুলসীর সতীত্ব শেষ পরাজয়ে।  দোসর পাকিও ছাড়েনি তিরিশের মাকে, স্বাধীনতায় সব হারায় যুদ্ধের দুর্বিপাকে।…