ছোবল

  • ছোবল

    শীতের শীর্ণতা হয়ে কুয়াশা চাদরে বন্দিত্ব বরণ করে ভুলেছো আমায় দ্বিধার প্রান্তরে থেকে রক্তাক্ত গলায় তবু তো ডাকছি প্রিয় নামের উপমা সংসার সীমান্তে শত বাধার প্রাচীরে নিভৃতে ভেঙেছে লাজ-সবুজ লতার মেঘের দুয়ারে কেউ দাঁড়িয়ে ক্ষণেক জলের ভেলায় ভেজে আগুন বৃষ্টিতে এমন বিরান ভূমি করেছো হৃদয় ইচ্ছের প্রশাখা পোড়ে বিষের ছোবলে।