শারমিন সুলতানা রীনা

  • ব্যর্থ মানচিত্র

    বাতাসের শরীর বেয়ে ভেসে আসা ডানা ভাঙা পাখির আর্তনাদ স্তব্ধ করে বেদনায় লীন হয় বিষণ্ন গোলাপ মহাকালের বুকে সবুজ ফসলের বিরান মাঠ ফিরে কি পাবে হারানো সৌন্দর্য পোড় খাওয়া প্রাস্তর কাঁদে বিরহ শোকে বুকে আগুন নিয়ে তবু কেউ সেচ হয় জীবন জুড়ে শুধু আলো-আঁধারের খেলা ধূসর মরুবুক জলের প্রত্যাশায় বৃষ্টির জন্য অনন্ত অপেক্ষা পলেস্তারা খসা…

  • তৃষ্ণার্ত চাতক

    পথে নেমেই খুঁজে নিতে হয় পথ প্রত্যাশিত পথ অচেনাই রয়ে যায় তবু বিরামহীন চলায় পৌঁছে যাই ভুলভাল ঠিকানায় চোখের সামনে অবারিত প্রান্তর মিশে থাকে দিগন্তে দিগন্ত কি সীমারেখায় আঁকা যার দাগ বুকের গভীরে যা কিছু আড়াল তা গোপন থাকুক বাইরে তা বড় বেশি বেমানান সবটুকু শূন্যতা মেনে হাত রাখি বিষের পেয়ালায় অভিশাপ ও আশীর্বাদের মাঝখানে…

  • অসাধ্য

    প্রসন্ন রাত্রির বুকে ঘুমায় প্রকৃতি আমার চোখের ঘুম হয়েছে বিলীন সাধের বাসরঘরে নির্দয় মনসা শরীর বিষাক্ত করে মরণ ছোবলে হারাই পাওনা যত বিধির বিধান অলীক স্বপনসুখ সয় না কপালে আঘাতে আঘাতে ভাঙে সকল প্রত্যাশা রুপালি প্রভাত যার বিফল কামনা। ধারণ করেছি বুকে সাধের মিনার মায়াবী চাঁদের ছায়া সাধ্য কি ছোঁয়ার

  • অসাধ্য

    প্রসন্ন রাত্রির বুকে ঘুমায় প্রকৃতি আমার চোখের ঘুম হয়েছে বিলীন সাধের বাসরঘরে নির্দয় মনসা শরীর বিষাক্ত করে মরণছোবলে হারাই পাওনা যত বিধির বিধান অলীক স্বপন সুখ সয় না কপালে আঘাতে আঘাতে ভাঙে সকল প্রত্যাশা রুপালি প্রভাত যার বিফল কামনা। ধারণ করেছি বুকে সাধের মিনার মায়াবী চাঁদের ছায়া সাধ্য কি ছোঁয়ার

  • ছোবল

    শীতের শীর্ণতা হয়ে কুয়াশা চাদরে বন্দিত্ব বরণ করে ভুলেছো আমায় দ্বিধার প্রান্তরে থেকে রক্তাক্ত গলায় তবু তো ডাকছি প্রিয় নামের উপমা সংসার সীমান্তে শত বাধার প্রাচীরে নিভৃতে ভেঙেছে লাজ-সবুজ লতার মেঘের দুয়ারে কেউ দাঁড়িয়ে ক্ষণেক জলের ভেলায় ভেজে আগুন বৃষ্টিতে এমন বিরান ভূমি করেছো হৃদয় ইচ্ছের প্রশাখা পোড়ে বিষের ছোবলে।

  • ছোঁয়া

    শারমিন সুলতানা রীনা স্রোতের প্রচণ্ড তোড়ে একাকী লুটাই কাটছি সাঁতার বুকে অশান্ত নদীর শুনেছে কখন কেউ সমুদ্র গর্জন কতটা ভয়াল রূপে ফুঁসছে তাণ্ডবে বাঁচার আকুতি নিয়ে বসতি পাড়ের গভীরে তলিয়ে যাই ঠিকানাবিহীন নিশ্বাসে-প্রশ্বাসে গড়া মানব সম্পর্ক ফেরে না পথিক পিছু অস্ফুট চিৎকারে অথচ বলেছো তুমি কোমল মায়ায় রাখবে হৃদয় মাঝে পালক ছোঁয়ায়